পীরগঞ্জে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ৭ম শ্রেণীর ছাত্রী অন্তঃসত্ত্বা প্রভাষক জেল হাজতে । 673 0
পীরগঞ্জে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ৭ম শ্রেণীর ছাত্রী অন্তঃসত্ত্বা প্রভাষক জেল হাজতে ।
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জেএক কলেজের প্রভাষক কতৃক ৭ম শ্রেনীর ছাত্রীর ৭ মাসের অšত স¦ত্তার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এ ঘটনায় ওই শিক্ষক স্বপন কে গ্রেফতার করেছ পীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ও থানার এজাহার সুত্রে জানা গেছে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের খেজমতপুর তালুকদারপাড়া দিন মজুর লাইজু মিয়ার কন্যা ও বটের হাট আরডিএস দাখিল মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্রী কে বিযের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন একই গ্রামের আঃ ওয়াহেদ মিয়ার পুত্র ও ধাপেরহাট শাহ আজগার আলী ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক স্বপন মিয়া (৪৫) জনৈক ছাত্রী কে নিয়ে গিয়ে একাধিক বার শারীরকি সম্পর্ক গড়ে তোলেন । এ দিকে গত ২৭শে ফেব্রুয়রি ওই ছাত্রী তার অভিভাবকদের কাছে জানালে পরবতীতে ওই ছাত্রীর গর্ভপাত করার জন্য প্রভাষক মেয়ে টির পরিবার কে একাধিক বার চাপ প্রয়োগ করে।একপর্যায়ে ২৮শে ফেব্রুয়ারি ওই ছাত্রী নিয়ে তার পরিবার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সিটি জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টরে ডাক্তার আলট্রসনোগ্রাম পরীক্ষা করে ৭মাসের গর্ভবতি ঘোষনা করে রিপোট প্রদান করেন।এ দিকে আপোষমিমাংসার জন্য চাপ প্রয়োগ করেন স্থাণীয় মাতাব্বরেরা। অসহায় পরিবার টি সমাজের কাছে কোন বিচার না পেয়ে পীরগঞ্জ থানায় ধর্ষনের অভিযোগের মামলা হলে গত মঙ্গলবার দিবা গত রাতে অভিযুক্ত স্বপনের ভগ্নীপতি রায়পুর ইউনিয়নের নিকাহ রেজিষ্টার সাতগড়া গ্রামের মাসুদ কাজীর বাড়ী থেকে গ্রেফতার করে গত কাল বুধবার স্বপন কে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।এব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ তদন্ত মাসুমুর রহমান মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিম কে ডাক্তারী পরীক্ষা করার জন্য (ডিএনএ)পাঠানো হয়েছে।এ বিষয়ে অভিযুক্ত ওই শিক্ষকের বিষয়ে জানতে চাওয়া হলে কলেজের অধ্যক্ষ আলেক উদ্দিন জানান ঘটনার বিষয়ে আমি অবগত নই।এ ঘটনায় ওই ছাত্রীর মা জাহানারা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলা নং-০৩।